
মা বৈষ্ণো দেবী যাত্রাপথে ভয়াবহ ভূমিধসে শোকের ছায়া নেমে এসেছে। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ৩৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আর গুরুতরভাবে প্রায় ১৫ জন আহত হয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
ভয়াবহ ভূমিধসের পর মৃতদেহগুলো দ্রুত জম্মু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে সমস্ত দেহ মর্গে রাখা হয়। এর মধ্যে প্রায় ১৯ জনের দেহ ইতিমধ্যেই তাদের নিজ নিজ রাজ্যে ও পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এছাড়াও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে ও যথাযথ ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।
অন্যদিকে জম্মুর ভগবতীনগরে ক্ষতিগ্রস্ত সেতুরপাশে সেনাবাহিনীর উদ্যোগে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। যা দ্রুতগতিতে কাজ চালায় আর কয়েক ঘণ্টার মধ্যে যোগাযোগ ব্যবস্থা পুনরায় স্থাপন হবে বলে সেনা সূত্রে খবর।
পাশাপাশি বৈষ্ণোদেবী যাওয়ার পথে এমন মর্মান্তিক ঘটনায় শোকে ছায়া সম্পূর্ণ দেশের।