
বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে পশ্চিম সিকিমের রোতক নদীতে জলস্ফীতির জেরে ভেসে যান দুইজন স্নানরত ব্যক্তি।
তবে আশেপাশে উপস্থিত সতর্ক স্থানীয় বাসিন্দাদের দ্রুত তৎপরতায় ওই দুইজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রবল ও টানা বৃষ্টির ফলে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় আচমকা সৃষ্ট হয় ফ্ল্যাশ ফ্লাডের মতো পরিস্থিতি, যা ওই সাঁতারুদের সম্পূর্ণরূপে সতর্ক করে ফেলে।
এদিকে, সিকিমজুড়ে বৃষ্টি ও ধসের প্রকোপ অব্যাহত থাকায় উত্তরের জেলাগুলিতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর সিকিম এবং গ্যাংটকের জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে, যেখানে সম্ভাব্য বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।