April 18, 2025
FHFHG 2

একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রাজস্থানের জয়পুরে । এখানে এক প্রেমিক তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে তার পরিণতি হয় মারাত্মক যা সে কল্পনাতে ভাবতে পারেনি । পরিবারের লোকজনেরা তাকে ধরে এমন শিক্ষা দিল যে ভাবতে পারবেন না।আলওয়ারের রেনি থানার অন্তর্গত ডেরা গ্রামে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ওই যুবক প্রাণ হারিয়েছেন।ঘটনা সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম ধীরজ বৈরোয়া, সে আইটিআই-র ছাত্র ও পাশাপাশি ফটোগ্রাফার হিসেবেও কাজ করত।

ধীরজ ওই গ্রামের প্রেমিকার বাড়ি চুপিচুপি দেখা করতে এসেছিলেন সেই দিন তিনি। কিন্তু মেয়েটির পরিবার ঘটনাটি জানতেই শুরু ভয়ঙ্কর হামলা ছেলেটির উপর।মেয়েটির পরিবারের সদস্যরা, এমনকি মহিলা ও বয়স্করাও ধীরজকে বেধড়ক মারধর করে। প্রথমে বাড়ির ভেতর, পরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে  মারধর করা হয়। পুরো ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এতে ধীরজের শরীররক্তে লাল হয়ে গিয়েছি। মেয়েটিকেও তার পরিবারের লোকজন মারধর করেছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ধীরজের পরিবার এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে আলওয়ার হয়ে জয়পুরের এসএমএস হাসপাতালে রেফার করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ধীরজ মৃত্যু ঘটেছিল।ধীরজের কাকা রেনি থানায় এফআইআর করেছেন। মামলা দায়ের করে নিখুঁতভাবে তদন্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *