সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনা সাড়া ফেলেছে গোটা দেশে। সুপ্রিম কোর্টে চলছে মামলা। হত্যাকাণ্ডে আগেই সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ।
আদালতের নির্দেশে তার ঠিকানা হয়েছে প্রেসিডেন্সি জেল। ঘটনাচক্রে প্রেসিডেন্সি জেলেই বন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সূত্রে আগেই জেলে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিবেশী হয় আর জি কর কাণ্ডের মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার।
এবার পয়লা বাইশ ওয়ার্ডেই পাঠানো হল আরজি কর দুর্নীতি কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে৷ পার্থ, সঞ্জয় এবং সন্দীপ ভিন্ন ভিন্ন মামলায় তিনজনাই এখন একই ওয়ার্ডের বাসিন্দা। জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুরের বিশেষ সিবিআই আদালত৷