
সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার প্রকাশ্যে এল এক নয়া তথ্য। সামনে এল এমন এক ব্যক্তির নাম যিনি নাকি ‘প্রথম’ তরুণী চিকিৎসকের মৃতদেহ দেখতে পান।
উল্লেখ্য, তিলোত্তমার বাবা-মা দিল্লিতে গিয়ে সিবিআই দফতরে অভিযোগ জানাতেই প্রায় ১৯৫ দিন পরে ফের নড়েচড়ে বসেছেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই, ১২ জন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সিবিআইয়ের তরফে।
এবার সিবিআইয়ের তালিকায় উঠে এসেছে আরও একটি নাম। এই বিশেষ ব্যক্তিটি হচ্ছেন আরজিকর মেডিক্যালেরই এক চিকিৎসক। আরজিকর মেডিক্যাল কলেজের সেই চিকিৎসক হচ্ছেন সুমিত রায় তপাদার। সেমিনার রুমে ‘প্রথম’ তিলোত্তমার মৃতদেহ দেখা এই চিকিৎসককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জিজ্ঞাসাবাদ করা হবে।