July 20, 2025
PST 4

মেদিনীপুরের সভা থেকে চাকরিহারাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের সভা থেকে SSC ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, গরমের মধ্যে বসে না থেকে তাঁরা যেন স্কুলে ফিরে যান। তাঁরা যেন সরকারের উপর ভরসা রাখেন। সকলে মাইনে পাবেন। একই সঙ্গে নাম না করে মমতার নিশানা, ‘বাংলায় কয়েকটা লোক আছে শিক্ষকদের চাকরি খাওয়ার জন্য, সরকারি চাকরি খাওয়ার জন্য। ওরা মানুষের কাজ করে না, ওরা কোর্টে যায় আর PIL করে।’

মমতা এ দিন দাবি করেছেন, কিছু লোক শিক্ষক-শিক্ষিকাদের প্ররোচনা দিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে। মমতার কথায়, ‘আমরা চাকরি দেবো আর ওরা চাকরি খাবে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্ট আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল। চাকরি বাতিল করে দিয়েছিল। আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম। বলেছি তো, আপনারা মাইনে পাবেন। সিস্টেম অনুযায়ী আপনারা মাইনে পাবেন। এর জন্য কোনও উত্তেজনার দরকার নেই।’

সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের জন্য তেমন কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। ফলে তাঁরা আরও বেশি করে নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদিও মুখ্যমন্ত্রী জানান, এ নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবেন। প্রয়োজনে রিভিউয়ে যাবেন। মমতার কথায়, ‘এ টুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে, তাদের উপর ভরসা করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *