July 10, 2025
bi 3

বাড়িতে ভেজা কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হল । যাদবপুর থানা এলাকার প্রিন্স গোলাম মহম্মদ হোসেন শাহ রোডে বুধবার ঘটনাটি ঘটে। মৃতার নাম অনিতা রায়। এ দিন সকাল বেলা ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রের জানা গেছে, প্রিন্স গোলাম মহম্মদ হোসেন শাহ রোডেরই একটি বাড়িতে থাকতেন ওই মহিলা। তিনি  বিবাহিতা হলেও ছ’বছর ধরে দুই ভাইয়ের সঙ্গে বাবার বাড়িতেই থাকছিলেন। আর কিছু দিন আগে তাঁর মানসিক রোগের চিকিৎসা শুরু হয়েছিল। পুলিশ সূত্রে খবর, সকালে স্নানের পরে বাড়ির তারের উপরে ভেজা কাপড় মেলতে যান অনিতা। তখনই আচমকাই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন । প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলার ভাই তারক প্রথমে দিদিকে পড়ে যেতে দেখেন।  তিনি প্রতিবেশীদের ডেকে এনে তার দিদিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা অনিতাকে মৃত বলে জানান। হাসপাতালের তরফ থেকেই যাদবপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেড়েছে, কাপড় মেলার জন্য একটি লোহার স্তম্ভের সঙ্গে তারটি লাগানো হয়েছিল। কোনও ভাবে সেই তারটি বিদ্যুতের সংস্পর্শে চলে আসে। তার ফলে অনিতা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে মনে করা হচ্ছে। তবে ময়না তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে। মৃতার স্বামী এবং সন্তানের সঙ্গেও কথা বলেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *