October 12, 2025
3

গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুর তদন্তে বড়সড় মোড়। সিআইডি-এর সহায়তায় গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) উত্তর-পূর্ব ভারত উৎসবের প্রধান সংগঠক শ্যামকানু মহন্তের সিঙ্গাপুরের বাড়িতে অভিযান চালিয়েছে। সিঙ্গাপুরের অনুষ্ঠানে মহন্ত গর্গের সঙ্গেই ছিলেন।

মহন্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে খুন, দোষী সাব্যস্ত নরহত্যা (চিকিৎসা অনুশীলনকারীদের জন্য বিধান সহ), প্ররোচনা বা ষড়যন্ত্রের মাধ্যমে মৃত্যুদণ্ড না দেওয়া এবং অবহেলার কারণে মৃত্যু ঘটানোর মতো অভিযোগ।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে SIT আগামী দিনে মহন্তকে জিজ্ঞাসাবাদ করবে। এই আইনি পদক্ষেপের মধ্যেই আসামজুড়ে বিক্ষোভ তীব্র হয়েছে। নাগরিকরা অবিলম্বে মহন্তের গ্রেপ্তার এবং এই কিংবদন্তি গায়কের মৃত্যুর পরিস্থিতি নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *