July 6, 2025
rg kar 2

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আদালতের সামনে তদন্তের বেশ কিছু ‘মিসিং লিঙ্ক’ও তুলে ধরা হয়। এবার ওই মামলাতেই বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

এদিন হাইকোর্টে ঘটনার দিনের প্রসঙ্গ তুলে ধরেন মামলাকারীর আইনজীবী। তিনি বলেন, ঘটনার দিন আরজি কর থেকে নির্যাতিতার পরিবারকে তিনবার ফোন করা হয়েছিল। একেকবার একেক রকম কথা বলা হয়। এরপর বাড়ির লোক হাসপাতালে পৌঁছনোর পর প্রায় ঘণ্টা তিনেক মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। ঘটনা ঘটার বহু পরে মামলা রুজু করেছিল পুলিশ।

সেই সঙ্গেই তড়িঘড়ি নির্যাতিতার মৃতদেহ সৎকার, ডিসি নর্থ নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকার অফার দিয়েছিলেন বলে অভিযোগ। এই বিষয়ে তিলোত্তমার মা-বাবার আইনজীবী বলেন, এই রকম প্রচুর ‘মিসিং লিঙ্ক’ রয়েছে, তবে সেগুলির রহস্যভেদ করতে বহু অভিযুক্তকে জেরাই করেনি গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *